ফেনীতে শিক্ষার্থীদের গণমিছিলে কাফনের কাপড় পরে অংশ নেয় কিছু শিক্ষার্থী। শনিবার (৩ আগস্ট) বেলা আড়াইটায় শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফেনীতে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় কিছু শিক্ষার্থীকে কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। কর্মসূচি চলাকালে শহরের খেজুর চত্বর এলাকায় প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর শিক্ষার্থীদের এসব কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের গণমিছিল শুরু হয় শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদের সামনে থেকে। বৃষ্টি উপেক্ষা করে মিছিলে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। মিছিলটি ইসলামপুর রোড হয়ে ট্রাংক রোডের খেজুর চত্বর এলাকায় এলে শিক্ষার্থীরা সেখানে সড়ক অবরোধ করেন। সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থী হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা।
আধা ঘণ্টা সড়কে অবস্থান করে সেখানে কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য মোনাজাত করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে আবারও শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহীদুল্লাহ কায়সার সড়ক হয়ে জহিরিয়া মসজিদের সামনে যান। সেখানে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
আন্দোলনের একজন সমন্বয়ক প্র 'থম আলোকে বলেন, ‘সারা দেশে শিক্ষার্থী-জনতাকে হত্যার প্রতিবাদে আমাদের কর্মসূচি। প্রতীকী প্রতিবাদ হিসেবে এই কর্মসূচিতে শিক্ষার্থীদের অনেকেই কাফনের কাপড় পরে অংশ নিয়েছেন।’
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন বলেন, কর্মসূচিকে ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তবে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর