
কেন্দ্রীয় ভাবে এক দফা এক দাবির ঘোষণার পর শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা মোমবাতি প্রজ্বলন করে এক দফা এক দাবিতে বিক্ষোভ করেছে।
এদিন সন্ধ্যা ৭টার দিকে এক এক করে ছাত্ররা জড়ো হয়ে স্থানীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে। এখানে তারা এক দফা এক দাবিতে বিক্ষোভ করে। স্থানীয় শহীদ মিনার চত্বরে- লেগেছে রে লেগেছে-রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে-ছাত্র সমাজ জেগেছে, আপোষ না দাবিরাম- সংগ্ৰাম, আমার ভাই মরলো কেন- জবাব চাই-জবাব চাই, এক দফা-এক দাবি স্বৈরাচারীর পদত্যাগ চাই, আমাদের সংগ্ৰাম-চলবে চলবে সহ নানান স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে। এসময় প্রায় ২০ মিনিট বিভিন্ন স্লোগান দেয় ছাত্ররা। পরে ছাত্ররা জাতীয় সংগীত পরিবেশন করে। শেষে ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে কর্মসূচি পালনে সকলকে আহ্বান জানান।
মোমবাতি প্রজ্বলন করে এক দফা এক দাবিতে স্থানীয় শহীদ মিনারে বিক্ষোভে প্রায় শতাধিক ছাত্র অংশগ্রহণ করে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর