
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন আন্দোলনকারীরা। শনিবার (৩ আগস্ট) বেলা ৩টা থেকে মহাসড়ক দখলে নিয়ে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে আন্দোলনকারীরা। এ সময় প্রায় ৫ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের আন্দোলন শুরুর পর থেকে আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এ সময় মাথায় জাতীয় পতাকা বেঁধে আন্দোলকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের স্লোগানে মুখর হয়ে উঠে জেলখানা মোড়ের চারপাশ।
বিকেল পৌনে ৬টায় মাইক দিয়ে ঘোষণা দিয়ে আজকের কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা পরবর্তী দিন রোবারের (৪ আগস্টের) কর্মসূচি ঘোষণা দেন। কর্মসূচি শেষে মহাসড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে শনিবারের কর্মসূচিতে নরসিংদীর জেলখানা মোড়ের আশেপাশে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।
এর আগে নরসিংদীসহ সারা দেশে শিক্ষার্থী হত্যা ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নরসিংদীর বিভিন্ন স্কুলকলেজের শিক্ষকরা। দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিলটি শেখ রাসেল পৌর মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি নরসিংদী সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন শিক্ষকরা।
সমাবেশে নরসিংদী সরকারি কলেজ, বিজ্ঞান কলেজ, ন্যাশনাল কলেজ অব এডুকেশন, পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নরসিংদী মডেল কলেজ, স্কলাস্টিকা মডেল কলেজ, ব্রাহ্মন্দী বালিকা বিদ্যানিকেতনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২শ’ শিক্ষক উপস্থিত থেকে শিক্ষার্থী হত্যা ও হয়রানির বিচার দাবি করেন।
এ সময় শিক্ষকরা প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে হত্যাকারীদের বিচার দাবি করেন। তারা বলেন, শিক্ষার্থীদের হয়রানি ও ফোন চেক করছে কোন অধিকারে, প্রশ্ন নরসিংদীর শিক্ষক সমাজের?। অতি দ্রুত ছাত্রদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বিক্ষোভ মিছিলে sa অংশগ্রহণ করা শিক্ষকরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর