
কোটা আন্দোলনকে ঘিরে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায় সাধারণ ছাত্র ও ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক এবং যুবলীগের নেতাকর্মীদের।
রবিবার (৪ আগস্ট) সাড়ে ১১টার দিকে শহরের কোর্ট মোড়ে সম্মিলিতভাবে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। তাদের স্লোগান ছিল ‘একশান একশান ডাইরেক্ট একশান, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই’।
কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে শহরের কেদারগঞ্জ এলাকার দিকে চলে যায়। একই সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করছিল সাধারণ ছাত্রদের একটি গ্রুপ। এসময় সাধারণ ছাত্রদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পালটা ধাওয়া হয়। এরপর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের শহরে মোটরসাইকেলে মহড়া দিতে দেখা যায়।
তবে, দুপক্ষের মধ্যে হতাহতের ঘটনা ঘটেনি শহর ঘুরে দেখা গেছে। চুয়াডাঙ্গা জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও বিজিবি মোতায়েন ছিল। বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল সজাগ অবস্থানে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর