ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ছাত্রলীগের আঁকা দেয়াল চিত্র ও লিখন মুছে ফেলা হয়েছে। তবে কারা মুছে ফেলেছে, এ বিষয়ে কিছু জানা যায়নি কে এই দেয়াল চিত্রটি মুছে ফেলেছে।
রোববার (৪ আগস্ট) সরেজমিনে গিয়ে টিএসসি গিয়ে দেখা যায়, অডিটোরিয়ামের সামনের অংশ থেকে এসব দেয়াল চিত্র ও লিখন মুছে ফেলা হয়েছে। ছাত্রলীগের আঁকা দেয়াল চিত্র ও লিখন মুছে এর পরিবর্তে সেখানে লেখা হয়েছে ‘সন্ত্রাসমুক্ত টিএসসি’।
যেখানে অডিটোরিয়ামের সামনের অংশের উপরে উঠে ছাত্রলীগের লেখা 'ভয় কী বন্ধু জেগে ওঠো পদাতিক জয় জয় ছাত্রলীগ' লেখাটির স্টিলের অক্ষরগুলো খুলে ফেলেন কয়েকজন শিক্ষার্থী। খুলে ফেলার পর সেখা সাদা রঙ দিয়ে লিখে দেন সন্ত্রাসমুক্ত টিএসসি। পরবর্তীতে লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর