
রবিবার (৪ আগস্ট) সকাল ৯ টায় পাংশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে যুবলীগ ও ছাত্রলীগের মটর সাইকেল মিছিল বের হয়, মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। পরে উপজেলার সকল ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জমায়েত হলে পুনরায় শান্তি মিছিল বের করা হয়।
এ মিছিলে উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ, সকল ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিত্বে ভার্সুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র মো. ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক অতুর সর্দার, সহ সভাপতি দিপক কুমার কুন্ডু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মো. জালাল বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ প্রমুখ।
শান্তি সমাবেশে বক্তারা বলেন চলমান এ আন্দোলন কোন সাধারণ শিক্ষার্থীদের নয় এখন যারা আন্দোলনের নামে সরকার পতনের ডাক দিয়েছে তারা জামাত শিবির বিএনপি, ছাত্রদলের কর্মী সমর্থক তাদের বিরুদ্ধে আমরা প্রস্তুত আছি, পাংশায় কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি করতে দেওয়া হবে না। আমাদের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে যে কোন সময় আমাদের অভিভাবক আমাদের মন্ত্রী ডাক দেওয়া মাত্র ঝাপিয়ে পড়তে হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর