
ভোলার চরফ্যাশনে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আট জেলের মধ্যে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৪ জেলে। রবিবার (৪ আগস্ট) সকাল ৮ টা, বেলা ১১ টা এবং বিকাল ৪ টার দিকে উপজেলার ঢালচরের দক্ষিণ-পশ্চিম পাশে শিবচরের কাছাকাছি মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা।
উদ্ধার হওয়া নিহত জেলেরা হলেন, উপজেলার নুরাবাদ ৮ নম্বর ওয়ার্ড মো.হোসেনের ছেলে কবির(৩২), আহাম্মদপুর ৭ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে মো. হোসেন মাঝি (৫০), ৯ নম্বর ওয়ার্ডের শাহে আলমের ছেলে জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫) এবং গনি মৃধার ছেলে বেলাল (৫০)।
বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।
তিনি জানান, শুক্রবার সকাল ৮ টার দিকে রুবেল চৌকিদারের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ১৩ মাঝি মাল্লাসহ সাগর মোহনায় শিবচর এলাকায় ডুবে যায়। তখন ৫ জেলে জীবিত উদ্ধার করা গেলেও ৮ জেলে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার তিনদিন পর রবিবার ঢালচরের দক্ষিণ-পশ্চিম পাশে শিবচরের কাছাকাছি মেঘনা নদীতে চারটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা। পরে তারা উদ্ধার করে শিবচরে নিয়ে এসে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত চার জেলে তাদের পরিবার শনাক্ত করেছে। মরদেহগুলো পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ২৬ জুলাই ১৩ জন মাঝি মাল্লাসহ মাছ ধরতে যায় চরফ্যাশনের রুবেল চৌকিদারের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি । মাছ ধরা শেষে শুক্রবার ৮ টারদিকে শিবচর এলাকায় পানির ডেউয়ে ট্রলার আকস্মিকভাবে উল্টে যায়। এতে ১৩ জন জেলের মধ্যে ৫ জনকে অন্য একটি ট্রলার জীবিত উদ্ধার করে। তবে ৮ জন জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর