অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোর তালা ভেঙে প্রবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার (৪ আগস্ট) দুপুরের পর থেকে তালা ভাঙে হলে ঢোকার স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে থাকে শিক্ষার্থীরা। দুপুর দুইটার দিকে কলাভবন অংশের হলগুলোর তালা ভাঙতে শুরু করেন তারা।
এর আগে, গত ১৭ জুলাই সকালে বিশ্ববিদ্যালয়ের হলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এর আগে শনিবার (০৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহিউদ্দিন রনি বলেন, আগামীকালের মধ্যে যদি প্রতিটি হলের তালা খুলে দিতে হবে। যদি খুলে না দেয়া হয় তাহলে ঢাবিসহ দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজের হলে আমরা উঠে পড়বো। আমরা হলের তালা ভাঙবই।
শাকিল/সাএ
সর্বশেষ খবর