কুমিল্লায় সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ- আওয়ামী লীগের সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত হয়েছেন।
রবিবার (৪ আগস্ট) কুমিল্লার সিভিল সার্জন ডা: নাসিমা আক্তার ৩ জনের মৃত্যু নিশ্চিত করে বলেন, এছাড়াও আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ ও কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন, নুরনবী নামে এক শিক্ষার্থী নিহত হয়। এছাড়া ইলিয়টগঞ্জে নিহত হয়েছেন পুলিশ কনস্টেবল এরশাদ, দেবিদ্বারে নিহত হয়েছেন রুবেল নামের একজন বাস চালক।
এর আগে শহরের ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী ও কর্তব্যরত সাংবাদিকদের বিভিন্নভাবে বাঁধা ও শারীরিকভাবে হেনস্তা করেন। আন্দোলনকারীরা মহাসড়ক সংলগ্ন কোটবাড়ি এলাকায় অবস্থান নিতে চাইলে সেখানে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁধা প্রদান করে।
পরে আন্দোলনকারীদের আরেকটি অংশ মহাসড়কের আলেখারচর এলাকায় ৩ ঘণ্টা অবস্থান নেয়। এসময় তাঁরা সেনাবাহিনীর উপস্থিতিতে সেখানে বিক্ষোভ করে এবং সরকারের পতন সংক্রান্ত বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে তাঁরা আলেখারচর পুলিশ বক্স ভাঙচুর করে।
এরপর বিকাল ৫.৩০ টায় কোটবাড়ি এলাকা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে আটক করে সদর দক্ষিণ থানা পুলিশ।
এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে সদর দক্ষিণ থানার ওসি আলমগির ভূঁইয়াকে ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর