ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় প্রধান গেট থেকে বিক্ষোভকারীরা তিনজনের মরদেহ ছিনিয়ে নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনার এবং শাহবাগ এলাকায় মিছিল করেছেন। পরে শাহবাগে মিছিল করতে গিয়ে পুলিশের উদ্দেশ্য ইট-পাটকেল ছোড়ে এবং পুলিশও সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেটও ছোড়ে। রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যা ৬টায় কারফিউ জারির পর শাহবাগে ভিড় কমতে থাকে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ গুলি ছুড়তে শুরু করে। আন্দোলনকারীদের লক্ষ্য করে এসময় সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেটও ছোড়া হয়। পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং বিচ্ছিন্নভাবে অবস্থান নেয়।
উল্লেখ্য, আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ-হামলায় গুলিবিদ্ধসহ দেড় শতাধিক আহতকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন মারা গেছেন। আহত অনেককে চিকিৎসা পর ছেড়ে দেয়া হলেও ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১১৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদিকে ঢামেকে মারা যাওয়া পাঁচজনের মরদেহ হাসপাতাল থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে নিয়ে যান আন্দোলনকারীরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর