
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা জামালপুরের সরিষাবাড়ীতে মিছিল, সমাবেশ করেছে।
রবিবার (৪ আগস্ট) সকালে রিয়াজ উদ্দিন তালুকদার স্কুল মাঠ থেকে একটি বিরাট মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজারের প্রধান সড়কে সমাবেশ করে। মিছিলটি মাহমুদা সালাম মহিলা কলেজ, আরামনগর বাজার এলাকায় সরকারদলীয় নেতাকর্মীদের বাধার সম্মুখীন হয় বলে শিক্ষার্থীরা জানায়।
আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মোবাইল ফোন চেক করে তাদের হেনস্তা করে বলে অভিযোগ রয়েছে। অপরদিকে তারাকান্দি সারকারখানা, শিমলা বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল সমাবেশ করেছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর