
টাঙ্গাইলের মির্জাপুরে সরকারের পদত্যাগ দাবিতে শিল্পকারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভকালে তারা বেশকয়েকটি শিল্প কারখানা ভাঙচুর, স্থানীয় আওয়ামী লীগ অফিসে ও গোড়াই হাইওয়ে থানায় অগ্নিসংযোগ করে। এতে পুলিশের সাথে সংঘর্ষে ৭ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আহতদের মধ্যে কেউ গুলিবিদ্ধ হয়েছেন কিনা বা কতজন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার (৪ আগস্ট) দুপুরে এই শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করা হলেও হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে সরকার পদত্যাগ দাবিতে স্লোগান দেয়। এরপর তারা বেশ কয়েকটি শিল্প কারখানা ভাঙচুর, স্থানীয় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর- অগ্নি সংযোগ শেষে গোড়াই হাইওয়ে থানার সামনে থাকা গাড়িতে অগ্নি সংযোগ করে। হাইওয়ে থানার পুলিশ সদস্যরা সেখানে অবরুদ্ধ হয়ে পড়লে বিকেলে তাদের উদ্ধার করতে মির্জাপুর থানা পুলিশ সেখানে যায়। সেসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং গুলির ঘটনা ঘটে।
রাতে রিপোর্টটি লেখা পর্যন্ত গোড়াই হাইওয়ে থানা বিক্ষোভকারীদের দেয়া আগুনে দাউ দাউ করে জ্বলছিলো এবং হাইওয়ে থানার পুলিশ সদস্যরা মির্জাপুর থানায় অবস্থান করছিলেন। সর্বশেষ তথ্যমতে ওই এলাকা বিক্ষোভকারীদের দখলে ছিল বলে জানা গেছে।
মির্জাপুর ফায়ার স্টেশন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, হাইওয়ে থানার অদূরেই থেকে তাদের কার্যালয়। শ্রমিকরা থানা ঘেরাও করে ভাঙচুরের সময় গুলির শব্দ শুনেন। বিকেল পৌনে পাঁচটায় থানার সামনে আগুন নেভাতে গেলে শ্রমিকদের ধাওয়ায় তারা সেখানে পৌঁছাতে পারেননি।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আদিল মাহমুদ জানান, তাঁদের পুলিশ সদস্যদের মধ্যে সাতজন আহত হয়েছেন। তারা বর্তমানে মির্জাপুর থানায় অবস্থান করছেন। তারা কত রাউন্ড গুলি ছুড়েছেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর