
নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জে আন্দোলনকারীদের সরকার পতনের এক দফা দাবির ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। রবিবার বেলা এগারোটায় পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জে জারিয়া মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের এ সংঘর্ষ হয়। সংঘর্ষে অনন্ত ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আহত গোহালাকান্দা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক ও সাবেক ছাত্রলীগ নেতা কিরণকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাকী আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ, হাবিব হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। রবিবার (৪ আগস্ট) সকাল ১১টায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মোড়ে জড়ো হতে থাকেন। সকাল থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের দখলে থাকে পূর্বধলাসহ শ্যামগঞ্জের রাজপথ। সারাদেশে চলমান কর্মসূচির অংশ হিসেবে পূর্বধলা উপজেলায় আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন ছাত্ররা। পরে আন্দোলনকারীরা শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের পূর্ব পাশে অবস্থান নেয়। এসময় খবর পেয়ে আওয়ামী লীগের লোকজন ধাওয়া দিলে তারা ইটপাটকেল ছুঁড়েন এবং নেত্রকোণা পুলিশ লাইন থেকে পূর্বধলা ও দুর্গাপুর থানায় যাওয়ার পুলিশ ভ্যান ও দোকানপাট ভাঙচুর করেছে৷ এসময় পুলিশ ভ্যান ভাঙচুর করে ভ্যানে থাকা ৭টি অস্ত্র ও বিপুল সংখ্যক গুলি ছিনতাই করে নিয়ে যায় আন্দোলকারীরা। এই ঘটনার পর নেত্রকোণা জেলা পুলিশ ও শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ নেত্রকোণা- শ্যামগঞ্জ রোডের শ্যামগঞ্জ বাজারে অবস্থান নেয়। খবর পেয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান ঘটনাস্থলে উপস্থিত হলে আন্দোলনকারীরা দস্তা দস্তি করে ইউএনওর বডিগার্ড আনসার সদস্য রফিকুল ইসলামের কাছ থেকে দশ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ‘আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। নেত্রকোণা পুলিশ লাইন থেকে পূর্বধলা ও দুর্গাপুর থানায় যাওয়ার সময় পুলিশ ভ্যানে হামলা করে ভাঙচুর করেছে৷ বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি বলতে পারবেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর