রাজধানীর শহীদ মিনার ও যাত্রাবাড়ি এলাকায় পুলিশি এ্যাকশন দেখা গেছে। আজ সোমবারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সকাল ১০টার আগে ও পরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী। পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল ছুড়ে সরিয়ে দেন।
এদিকে, ঢাকার যাত্রাবাড়ি এলাকায় হাজারো মানুষ রাস্তায় অবস্থান নিয়েছেন। সেখানে বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ বিক্ষোভকারীদের উদ্দেশে কাঁদানে গ্যাসের (টিয়ার) শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছিল।
এবার মোবাইল ইন্টারনেটের পর বন্ধ হলো ব্রডব্যান্ড
মোবাইল ইন্টারনেট বন্ধের পর এবার সারা দেশে ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে গেছে। সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায়।
এর আগে গতকাল রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং প্রাণহানিসহ উদ্ভুত পরিস্থিতিতে মোবাইল অপরেটররা ফোরজি সেবা বন্ধ করে দিয়েছে। দুপুর ১টা থেকে মোবাইল নেটওয়ার্ক ডাউন করে দেয়া হয় বলে মোবাইল অপারেটর কোম্পানিগুলো গণমাধ্যমকে নিশ্চিত করে।
এদিকে, রাজধানীসহ দেশের সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য জারি করা কারফিউ চলছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে বলে জানায় সরকার।
রোববার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
কারফিউ চলাকালে বিনা প্রয়োজনে রাজধানী ঢাকার কাউকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। যারা কারফিউয়ের আইন ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মহানগর পুলিশ এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্য, সহনশীলতা ও সংবেদনশীলতার পরিচয় দিয়েছে। আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো আন্দোলনকারী ছাত্রের বিরুদ্ধে নয়। আমাদের ব্যবস্থা গ্রহণ নাশকতাকারীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে। অগ্নিসংযোগকারী ও পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হবে।’
সর্বশেষ খবর