
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার খবরে নীলফামারীর কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আনন্দ মিছিল করেছে। চার সহস্রাধিক ছাত্র জনতা আনন্দ মিছিলে উল্লাস করেন।
সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে তিন টায় এ আনন্দ মিছিল বের করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা দুপুর থেকে স্থানীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। বেলা সাড়ে তিনটায় প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন খবর পেলে ছাত্র জনতা আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করার সময় সাধারণ জনতা স্বতঃস্ফূর্ত হাসিমুখে বাড়ি থেকে মিছিলে অংশ নেয় এবং উল্লাস করেন। মিছিলটি এ রিপোর্ট লেখা পর্যন্ত চলমান রয়েছে। প্রায় চার সহস্রাধিক ছাত্র জনতা আনন্দ মিছিলে উল্লাস করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর