
বিজয় উল্লাস শুরু করেছেন চুয়াডাঙ্গার আপামর জনতা। সোমবার (৫ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গার রাস্তায় রাস্তায় নেমে আসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছাত্ররাও রাস্তায় নেমে আনন্দ মিছিল করে।
শহরের কোর্টরোড, শহীদ হাসান চত্বরসহ বড় বাজার এলাকায় ছাত্র-জনতার মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে পড়ে চারদিক। রাস্তার মোড়ে মোড়ে পটকা ফুটিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়।
আনন্দ উৎসবে অংশ নেওয়া ছাত্র-জনতা জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে। শহরের বিভিন্ন রাস্তার গুরুত্বপূর্ণ স্থানে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন নামিয়ে পুড়িয়ে ফেলা হয়। স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতার কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর