বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এ খবরে রংপুরের রাজপথে বিজয় উল্লাস করছে ছাত্র-জনতা। শিশু-কিশোর, তরুণ-তরুণী, যুবক, বৃদ্ধসহ সববয়সী মানুষের ঢল নেমেছে পথে পথে।
সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে নগরীর শাপলা চত্বর, পায়রা চত্বর, লালবাগ চত্বর, পার্ক মোড়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আবু সাঈদ চত্বর, মর্ডান মোড়, প্রেসক্লাব চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, টাউন হল চত্বর, জিলা স্কুল মোড়সহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করে সাধারণ মানুষজন। এ সময় তাদেরকে হাতে জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, দুপুর ৩টার দিকেই শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ে রংপুরে। এরপরই নগরীর প্রধান সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে যায়। বিভিন্ন এলাকা থেকে পৃথক মিছিল নিয়ে সড়কে উঠে আসেন ছাত্র-জনতা। এসব মিছিলে শিশু, ছাত্র-জনতাদের উল্লাস করতে দেখা যায়।
এছাড়া নগরীতে আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে পৌঁছান। সেখানে তারা বিজয় মিছিল করেন। তবে এসব আনন্দ উল্লাস চলাকালে নগরীতে কোনো আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
বিকেলের পর থেকেই মানুষের ঢলে পুরো রংপুর নগরী যেন ছাত্র-জনতার দখলে রয়েছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করে রাখে। নগরীর বিভিন্ন স্থানে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীসহ সরকারবিরোধী সংগঠন ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও নগরীতে মিছিল বের হয়। বিভিন্ন স্থানে মিছিল থেকে মিষ্টি বিতরণ করা হয়। কোথাও কোথাও শুকরিয়া নামাজও আদায় করেছেন ছাত্র-জনতা।
কোটা সংস্কার আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুর রহমান বিদ্যু বলেন, এ বিজয় দেশের জনসাধারণের। আমরা ছাত্ররা লাগাতার আন্দোলন করে আমাদের দাবি আদায় করেছি। এ বিজয়ে আমরা আনন্দিত। আমাদের আবু সাঈদ ভাইসহ শহীদ সকল ভাই-বোনের আত্মত্যাগের নজির এই জাতি মনে রাখবে।
এদিকে বিজয় মিছিলের স্লোগান থেকে রংপুরের রাজপথ প্রকম্পিত তখন রংপুর জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করাসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর