
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পদত্যাগের সংবাদে রাজবাড়ীর পাংশায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৫ আগস্ট) দুপুর ৩টা থেকে শহরের বিভিন্ন পয়েন্টে বিএনপি, ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে পাংশা বাজারের কালীবাড়ী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা চাঁদ আলী খান, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, শামসুল আলম আকুল, শওকত আলী সরদার, বাহারাম হোসেন, রেজাউল করিম রিংকু, সাবেক ছাত্রদল সভাপতি শরিফুল ইসলাম মিষ্টি, যুবদল নেতা আরিফুল ইসলাম, সেলিম সরদার, ফরিদ সরদার, জিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার প্রচেষ্টায় এ বিজয় অর্জিত হয়েছে।
আমরা কোন প্রকার ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হবো না। শান্তিপূর্ণ ভাবে সহাবস্থানের মধ্য দিয়ে আমরা পাংশার মানুষ শান্তিতে বসবাস করবো। মিছিল শেষে নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান গ্রহণ করে। একই সাথে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর