
জয়পুরহাটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে ওই মাইকিং করার ব্যবস্থা করেছে জেলা বিএনপি।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রানা প্রধান বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে ওই মাইকিং করার ব্যবস্থা করেছে জেলা বিএনপি। শেখ হাসিনার পদত্যাগের খবরে জয়পুরহাট জেলা শহরে হাজার হাজার ছাত্র জনতার বিজয় উল্লাস লক্ষ্য করা যায়।
এ সময় কিছু দুর্বৃত্ত বিভিন্ন সরকারি, বেসরকারি অফিসে হামলা চালায়। জয়পুরহাট থানা জ্বালিয়ে দেওয়া হয়। জেলা শহরের বিভিন্ন স্থানে স্থাপনকৃত বঙ্গবন্ধুর ম্যুরাল গুলো ভেঙে ফেলা হয়। আক্রান্ত হয় উপজেলা চেয়ারম্যান অফিস। হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি সামছুল আলম দুদুর বাস ভবন, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। ছবি তুলতে নিষেধ করাসহ সাংবাদিক নাম শুনলে এক শ্রেণির উচ্ছৃঙ্খল যুবক তেড়ে আসছেন। বর্তমানে জয়পুরহাট জেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর