ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মঙ্গলবার থেকে খোলা এবং হলে বৈধ শিক্ষার্থীদের উঠানো ও হলসমূহের সেবা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) এক ভার্চুয়াল জরুরি সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় মঙ্গলবার থেকে খোলা এবং হলে বৈধ শিক্ষার্থীদের উঠানো ও হলসমূহের সেবা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু; এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে কোন সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
এর আগে, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উদ্ভূত পরিস্থিতিতে ১৭ জুলাই অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ ঘোষণা করা হয়। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়, এরপরই হল ও ক্যাম্পাস ট্যাগ করতে শুরু করেন বিশ্ববিদ্যালয় এটি শিক্ষার্থীরা। যদিও এর আগে ১৬ জুলাই রাতে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর