
ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের পরবর্তী পরিস্থিতিতে, সৃষ্ট সহিংসতা প্রতিরোধে সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার বেলা দেড়টায়, গোপালপুর সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায়. গোপালপুরের দায়িত্বপ্রাপ্ত লেঃ কর্নেল আজাদ সহযোগিতার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন- গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল ইসলাম তৈয়ব, গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ একেএম আহসান হাবিব, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সহ সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবু ঈশা মুনিম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, জামায়াতে ইসলামী বাংলাদেশ গোপালপুর শাখার আমির হাবিবুর রহমান তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স হাবিবুর রহমান হাবিব, দুলাল হোসেন রাবন সহ,
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর