
শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সংবাদদাতা ও বিডি২৪ লাইভ ডটকমের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম. সুরুজ্জামানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার বারমারী বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ওষুধের ফার্মেসিতে ওই হামলার ঘটনা ঘটে।
সোমবার বিকেলে উপজেলার বারমারী বাজারে একদল সন্ত্রাসী লোহার রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাজারজুড়ে ভাঙচুর চালাতে থাকে। সাংবাদিক এম. সুরুজ্জামান তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে তার কম্পিউটারে সংবাদের কাজ করছিলেন। এসময় একদল সন্ত্রাসী লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাও করে। এসময় তারা জানতে চান তাদের লুটতরাজের খবর লিখা হচ্ছে কি না। একপর্যায়ে শাসিয়ে তারা চলে যান। একটু পরে ২০/২৫ জনের আরেকটি সন্ত্রাসী দল একই কায়দায় দ্বিতীয় বার হামলা করে সাংবাদিক সুরুজ্জামানকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এসময় প্রাণের ভয়ে সাংবাদিক সুরুজ্জামান ব্যবসা প্রতিষ্ঠান ত্যাগ করেন। পরে তারা সাংবাদিকের ছেলে রুবাইদ জামান রিজভীকে কিল ঘুসি মেরে তাকেও দোকান থেকে বের করে দেয়। পরে তারা দোকানে রাখা খবরের কাজে ব্যবহৃত ডেস্কটপ কম্পিউটার ও হিরো হোন্ডা ব্যান্ডের ১০০ সিসি মোটরসাইকেলটি ভাঙচুর করে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। দোকানের ক্যাশে রাখা নগদ ২০ হাজার টাকা ও ঔষধপত্র লুটপাট করে নিয়ে যায়। এমনকি তারা প্রাণ নাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে চলে যায়। এ ঘটনায় সাংবাদিক সুরুজ্জামানের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, সাংবাদিক এম. সুরুজ্জামানের লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর