স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগে বিজয় মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাঁঠাল তলা থেকে বিজয় মিছিল শুরু হয়ে ক্যাম্পাস, বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করেন তাঁরা।
পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সমন্বয়করা বক্তব্য রাখেন।
বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ইভান তাহসীব বলেন, অনেক আত্মত্যাগের পর আমরা বিজয়ী হয়েছি। আমরা আমাদের আবু সাইদ, মুগ্ধকে হারিয়েছে। যখন শেখ হাসিনার পদত্যাগ হয়েছে , সারা দেশের মানুষের মুখে উজ্জ্বল হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের বিজয় হলেও সারা দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে। আমাদের আন্দোলনকে কলঙ্কিত করতে চেষ্টা করছে একটা দল। আমাদের সচেতন থাকতে হবে।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক মাসুদ রানা বলেন, আমাদের ফেসবুক স্ট্যাটাস যারা স্ক্রিনশট দিয়ে রেখেছিল, আমাদের নানা ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল, তাদের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হবে না।
তিনি আরও বলেন, ওরা রাজাকার, ওরা খুনি, ওদের বিচার হবে। খুনি হাসিনার দোসরদের বিচার হবে। পতনের আগের দিনও জবির নীল দলের শিক্ষকরা আমাদের বিরুদ্ধে কথা বলেছেন। সব দোসরদের বিচার করা হবে।
এ সময় শিক্ষার্থীরা ‘হৈহৈ রৈরৈ, ছাত্রলীগ গেলি কই?’, ‘জেগেছে রে জেগেছে রে, ছাত্রসমাজ জেগেছে ’, ‘দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত’ সহ ইত্যাদি স্লোগান দেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর