
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে শতাধিক শিক্ষার্থী। প্রবেশের পর ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিজয় মিছিল করে তাঁরা। এ সময় ভিসি বাংলোর সামনে অবস্থান নিয়ে ভিসিকে দালাল বলে আখ্যায়িত করে তাঁরা। এরপর শিক্ষকদের নিরব ভূমিকার অভিযোগ তুলে ডরমিটরির সম্মুখে মিছিল নিয়ে দালালমুক্ত ক্যাম্পাস গড়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা।
সোমবার (৫ আগস্ট) বিকালে যবিপ্রবির শহীদ মসিযূর রহমান হল, শেখ হাসিনা ছাত্রী হল গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে। এসময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষে ভাঙচুর করে এবং তাদের আসবাবপত্র হল থেকে বের করে দেয়। শিক্ষার্থীরা ছাত্রলীগের রুমে বিভিন্ন মাদকদ্রব্য সেবনের উপকরণ ও কন*ডম পায়। শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের রুম থেকে হাফ ডজন কনডম ও মাদকদ্রব্য সেবনের উপকরণ এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইকরামুল কবির দ্বীপের রুমেও মদের বোতল, কনডম ও রড-লাঠি পাওয়া গিয়েছে । এছাড়াও শেখ হাসিনা ছাত্রী হলের মূল গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে নারী শিক্ষার্থীরা। এসময় সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল ভেঙ্গে দেয় এবং কাঁদা দিয়ে লেপে দেয়। তবে ছাত্রী হলের কোনো রুমে ঢুকেনি ছাত্রীরা।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, একজন ছাত্রলীগ নেতার রুমে কনডমের কি কাজ, হলের রুম কি তাঁর ব্যক্তিগত সহবাসের জায়গা? তারা এখানে নিয়মিত মাদক সেবন করে, মেয়েদের নিয়ে আসে, তার প্রমাণ আমরা পেয়েছি। আসলে এদের কারোই চরিত্রের ঠিক নেই। এখানে আমরা গাঁজা খাওয়ার জিনিসপত্র সহ অনেক মদের বোতল এবং দেশিও অস্ত্র পেয়েছি। যবিপ্রবিতে এমন কোনো ছাত্রলীগ নেতার ঠায় নেই, এদেরকে এখন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হল।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর