
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপির পাংশা শহরের নারায়নপুরস্থ বাসভবন ভাঙচুর করেছে দূবৃত্তরা। ভাঙচুর শেষে মন্ত্রীর বাড়ি ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে লুটপাট করা হয়।
মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন পয়েন্টে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন মিছিল করে পরে ট্যাম্পুস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের বাসভবন, উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবের প্রতিকৃতি ভাঙচুর করা হয়েছে।
এ ছাড়াও শিল্পকলা মোড় এলাকায় মনোয়ার হোসেন জনির ব্যক্তিগত অফিসের ৩ দফা তালা ভেঙ্গে দখলে নিয়েছে,শহরের বাইরে গ্রামের বিভিন্ন এলাকায় মারধর করার খবরও পাওয়া গেছে বিভিন্ন মাধ্যমে। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আনন্দ মিছিল মিষ্টি বিতরণ অব্যাহত রেখেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর