
বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের স্মরণে গায়েবানা জানাজা নামাজ আদায় করেছেন জেলা ছাত্রশিবিরের নেতা কর্মীরা।
সোমবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে বরগুনা পৌর শহরে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় সদরঘাট মসজিদের সামনে অবস্থান নেন।
এসময় আলোচনা ও সমাবেশ শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও সাধারণ মানুষ গায়েবানা জানাজা নামাজ আদায় করেন পাথরঘাটা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ রাকিব। জানাজায় শতাধিক সাধারণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন। জানাজা নামাজে অংশ নিয়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা ছাত্র শিবিরের সভাপতি সুমন আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, ছাত্রশিবিরের শতাধিক সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।
ছাত্র শিবিরের সভাপতি সুমন আবদুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের গুলি ও হামলায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ মৃত্যু বরণ করেছেন! এ সময় আমাদের হাজারো ভাই বোন শহীদ হয়েছে। তাদের স্মরণে গায়েবানা জানাজা নামাজ আদায় করেছি। তাদের উছিলায় আজকে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর