মৌলভীবাজার জেলার জুড়ীতে সংখ্যালঘুদের মন্দির পাহারা দিচ্ছে শিক্ষার্থীরা। ৬ আগস্ট (মঙ্গলবার) রাতে শ্রী শ্রী রাধাঁ মাধব সেবাশ্রমসহ উপজেলা সদরের বিভিন্ন মন্দিরে শিক্ষার্থীদের টহল দিতে দেখা যায়।
তারা জানায়, কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিবাদ লাগাতে প্রস্তুত দুষ্কৃতকারী। তাই আমরা জুড়ীর সাধারণ শিক্ষার্থীরা উদ্যোগ নিয়েছি যতদিন দেশ শঙ্কামুক্ত না হচ্ছে আমরা এভাবে পাহারায় থাকব।
সরেজমিনে দেখা যায়, জুড়ীর প্রাণকেন্দ্রের মসজিদগুলো ঘুরে দেখছে শিক্ষার্থীরা। বাছিরপুরে শ্রী শ্রী রাধাঁ মাধব সেবাশ্রম, স্টেশন রোডের শ্রী শ্রী দূগাবাড়ী সহ বিভিন্ন মন্দিরেও শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ করা যায়।
এসময় আব্দুল্লাহ আল মাহি বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা সবসময় শান্তিপূর্ণ পরিস্থিতি গড়ে তুলতে চাই, তারই অংশ আজকের এই রাত জাগা। আমরা চাই ক্লান্তি লগ্নে কেউ যেন আমাদের পৃথক করতে না পারে। তাই আমরা ক'জন এখন বিভিন্ন মন্দির পাহারায় সময় পার করছি। এ দেশ আমাদের সবার, কিন্তু দুষ্কৃতকারীরা চায় আমরা এক না হই।
শাকিল/সাএ
সর্বশেষ খবর