ফরিদপুরে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্রজনতা। বুধবার (৭ আগস্ট) সকাল ১১ টায় শহরের বিভিন্ন মোড়ে দেখা যায় শৃঙ্খলা রক্ষায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্ররা ও বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবীরা।
শহরের ব্যস্ততা পূর্ণ ভাঙ্গা রাস্তার মোড়ে দায়িত্বে থাকা সোহান(২৬) নামে এক সেচ্ছাসেবী বিডি২৪লাইভকে বলেন, আমরা দেশকে মুক্ত করেছি এবং দেশের শৃঙ্খলা রক্ষায় ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আমরা এখানে ১০ জন দায়িত্ব পালন করছি এবং অন্যান্য প্রত্যেক মোড়ে ৩ জন করে দায়িত্ব পালন করছে এবং আমাদের সাথে কিছু আনসার সদস্যও রয়েছে । সোহান আরও বলেন, তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা সম্পন্ন করেছেন তবে এখনও ফলাফল প্রকাশিত হয়নি।
এদিকে পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে দায়িত্বে থাকা মো. ফরহাদ শেখ বিডি২৪লাইভকে বলেন, সম্প্রতি বাংলাদেশ পুলিশ যেহেতু কর্মবিরতি পালন করছে তাই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা সকাল ৮ টা থেকে দায়িত্ব পালন করছি। সাধারণ জনগণ ও আমাদের সার্বিক সহযোগিতা করছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ফলে উৎসুক জনতা দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে। এসময় দেশের বিভিন্ন থানা ও পুলিশ উপর হামলার ঘটনাও ঘটে। ফলে সারাদেশ কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পুলিশ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর