
বগুড়ার শেরপুরে ৪৮ বছর আগে জমি ক্রয় করে ভোগদখল করা বাড়িতে হামলা চালিয়ে দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আতাউর রহমান।
বুধবার (৭ আগস্ট) দুপুরে বাসষ্ট্যান এলাকায় শেরপুর প্রেসক্লাবে কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। আতাউর রহমান শেরপুর পৌর শহরের স্যান্নালপাড়া এলাকার মৃত: আব্দুল বাছেদের ছেলে। এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার বাবা মৃত: আব্দুল বাছেদ মন্ডল গত ৮ মার্চ ১৯৭৬ ইং সালে মৃত আয়েন উদ্দিন সরকারের মেয়ে মৃত মোমেনা বিবির নিকট হতে ৩.৫০ শতাংশ জমি ক্রয় করে। যার দাগ নং-সাবেক ৭৭৫, হাল ৩৮২৩ দাগে ক্রয় করে ৪৮ বছর হয়েছে আজ পর্যন্ত ভোগ দখল করে আসছি। গত ৮ মাস পূর্বে আমার বাড়ি ও জায়গা জোর পূর্বক দখল করার জন্য প্রতিবেশী মৃত শাহাজাহান আলীর ছেলে সাইদুজ্জামান জিকু, জাকারিয়া, সাজ্জাদ হোসেন ও তাদের ছেলেরা হামলা করে ব্যর্থ হয়। এমতাবস্থায় গত ৫ই আগস্ট সরকার পদত্যাগ করায় সারা দেশে অস্থিরতা তৈরি হয়। সেই সুযোগে গত ৬ আগস্ট রাত ১০টায় আবার সাইদুজ্জামান জিকু, জাকারিয়া, সাজ্জাদ হোসেন ও সাজ্জাদের ছেলে সৌমিক আবার বাড়িতে হামলা ও ভাঙচুর করে জোর পূর্ব দখল করার চেষ্টা করে।
পরে আমি উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর শরণাপন্ন হয়ে বাড়িটি রক্ষা করি। এতে তারা আরোও ক্ষিপ্ত হয়ে বাড়ি জোর পূর্বক দখল করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আমি আপনাদের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের কাছে আকুল আবেদন আমার বাড়ি ও জীবন রক্ষায়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর