
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী সাজ্জাত হোসেন সজলের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৭ আগস্ট) সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গতকাল রাতে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে সজলের মরদেহ নিজ বাড়িতে আনেন স্বজনরা।
নিহত শিক্ষার্থী সাজ্জাত ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল।
এসব বিষয় নিশ্চিত করেছেন, নিহত শিক্ষার্থী সাজ্জাতের মা শাহিনা বেগম। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের কোনো এক সময় পুলিশের গুলিতে নিহত হয় সজল। পরে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখে সজলের আগুনে ঝলসে যাওয়া মরদেহ সনাক্ত করা হয়েছে।
তারা ঢাকার আশুলিয়া এলাকায় থাকতেন। সেখানে সাজ্জাতের মা শাহিনা বেগম একটি বেসরকারির ক্লিনিকে চাকরি করতেন।
জানাযা নামাজে সাঘাটা উপজেলার বিএনপি, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয়রা অংশ নেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর