
টায়ার জ্বালিয়ে বিক্ষুব্ধ জনতা, পৌর শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভে সৃষ্ট আবর্জনা পরিষ্কার করতে নামলেন শিক্ষার্থীরা। বুধবার (৭ জুলাই) সকালে শহরজুড়ে পরিছন্নতা অভিযানে অংশ নেন বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থী ও সেভ লাইফ ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবকরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. মুনাদির ইসলাম চৌধুরী, অফিসার ইনচার্জ ইমদাদুল ইসলাম তৈয়ব, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, গোহাটা মসজিদের ইমাম মাওলানা মুফতি নাজির সিদ্দিকী প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর