
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় স্বৈরাচার হাসিনা সরকার কারাবন্দির পরে গত মঙ্গলবার মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক বিশেষ ক্ষমতা আইনে সকল মামলা থেকে অব্যাহতি পান তিনি।
আর এই মামলা থেকে অব্যাহতি ও কারামুক্ত ঘোষণা হওয়ার পরে বেগম খালেদা জিয়ার প্রতি অকৃত্রিম ভালবাসা দেখিয়ে দীর্ঘ সাত বছরের অধিক সময় পরে মাথার চুল কেটে পণ ভাঙলেন মোজাম্মেল হক নামের এক সাবেক ছাত্রদল কর্মী। তিনি পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের মৃত. ইন্তাজ আলি মোল্লার ছেলে।
সাত বছর আগে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পরে মনের ক্ষোভ নিয়ে তিনি দীর্ঘ পাঁচ বছর মাথার চুল না কেটেই রেখে দেন এবং তিনি কারা মুক্ত না হওয়া পর্যন্ত চুল কাটবেন না বলে পণ করেন।
এ বিষয়ে সাবেক ছাত্রদল কর্মী মোজাম্মেল হক জানান, বিএনপি দলকে আমি ভালোবাসি। এক সময়ে আমি ছাত্রদলের কর্মী হয়ে রাজনীতি করেছি। এই দলটি আামর রক্ষে মিশে আছে। আমার দলের নেত্রীকে আমি আমার মায়ের মত শ্রদ্ধা করি। সেই নেত্রীকে স্বৈরাচার শেখ হাসিনা যখন মিথ্যা মামলায় কারাবন্দি করলো তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না।
‘প্রতিবাদ জানানোর কোনো ভাষা ছিল না আমার। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার নেত্রী যতদিন কারামুক্ত না হবে ততদিন আমি আমার মাথার চুল কাটবো না। অবশেষ আজ বুধবার আমি চুল কেটে আমি আমার পণ ভেঙেছি।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর