
রাজবাড়ীর পাংশা উপজেলার সুনামধণ্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বয়রাট মাজাইল সিনিয়র ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে মাওলানা মোঃ সিরাজুল ইসলাম পদার্পণ করেছেন। বুধবার (৭ আগস্ট) সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে অধ্যক্ষের চেয়ারে বসেন তিনি। এ সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য মোঃ শরিফুল ইসলাম মিন্টু,বিএনপি নেতা সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা,বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম কুসুম, ইউপি সদস্য মোঃ আকিদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা কাওছার আলী,পাংশা শাহজই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারী, রায়নগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান,অধ্যক্ষ মারুফ বিল্লাহ চৌধুরী প্রমুখ।
দীর্ঘ ১১ বছর ধরে আওয়ামী নির্যাতন নিপীড়নের কারণে মাওলানা সিরাজুল ইসলাম বয়রাট মাদ্রাসায় যেতে পারেনি, একটি অবৈধ নিয়োগকে কেন্দ্র করে তাকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয় না তৎকালীন প্রতিষ্ঠানের সভাপতি পাট্টা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাসের রোষানলে পড়েন তিনি। পরবর্তীতে আদালত বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ থাকলেও তাকে জয়েন্ট করতে দেওয়া হয়নি প্রতিষ্ঠানে। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর দেশের পরিস্থিতি পাল্টে যাওয়ায় তিনি বীর দর্পে মাদ্রাসায় প্রবেশ করেছেন।
২০০৯ সালের ১ জানুয়ারি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম অধ্যক্ষ হিসাবে যোগদান করেন, নানা ষড়যন্ত্র করে তাকে ২০১৪ সালের ৩০ মার্চ স্বাক্ষর জালিয়াতি করে তিনি পদত্যাগ করেন বলে বিভিন্ন দপ্তরের লিখিত পাঠানো হয়।
এ সময় বক্তারা আরো বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা সেই সব শিক্ষার্থীদের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী কর্মচারী, প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর