
বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের সময় গত ৪ আগস্ট জয়পুরহাটের পাঁচুর মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল। তার স্মরণে জয়পুরহাট শহরের পাঁচুর মোড়কে শহীদ বিশাল চত্বর হিসেবে নামকরণ করে ঘোষণা দিয়েছে স্থানীয় ছাত্র -জনতা । বুধবার সন্ধ্যায় বিশাল মোড় নামের ফ্যাস্টুন ও ব্যানার হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বোরহান উদ্দিন, জয়পুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশীদ মামুন, জয়পুরহাট সরকারি কলেজের সাবেক ভিপি আল আমিন সবুজ, বিএনপি নেতা মাসুদ রানা, ফজলে বিন রয়েল, শিলু চৌধুরী, সুমন, শিপন, সুজন রাজু, মিলন, সোহেল মর্তুজা, নয়ন, তুহিন, মিল্লাত, নরেশ শর্মা গিগাসহ নানা শ্রেণি পেশার মানুষ।
শহীদ বিশাল ২০২৩ সালে পাঁচবিবির রতনপুর উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাস করে। সে পড়াশুনা করছিলো নাকরগাছি বি এম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে। সে ২০২৫ এর এইচ এস সি পরীক্ষার্থী ছিল।
শহীদ বিশাল তার পরিবারের দুই ভাইয়ের মধ্যে বড় ছিল । বিশালের বাবা মজিদুল ইসলাম একজন শ্যালো মেশিন মেকানিক হিসেবে কাজ করে কোন মতে সংসারের খরচ চালিয়ে থাকেন । বড় ছেলেকে হারিয়ে তিনি এখন পাগল প্রায়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর