
সরকার পতনের পর 'ব্যক্তিগত ও পারিবারিক' কারণ দর্শিয়ে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম৷ একইদিনে পদত্যাগ করেছেন চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান। বুধবার (৭ আগস্ট) মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন বরাবর ই-মেইলযোগে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. নূরুল আলম।
পদত্যাগপত্র উল্লেখ করা হয়, আপনার আদেশক্রমে আমাকে গত ১৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে ৩৭.০০.০০০,০৭৯.১১.০২৩.১২.৩৪৭ নং স্বারকের পত্রের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিলো এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম।
পদত্যাগপত্রে আরও উল্লেখ করা হয়, বর্ণিত অবস্থায় আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি।
এর আগে ২০২২ সালের ১ মার্চ অধ্যাপক মো. নুরুল আলমকে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়৷ এরপর একই বছরের ১৭ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে সাময়িকভাবে তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেয়া হয়৷ এরপর একই বছরের ১৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে ৪ বছরের জন্য উপাচার্যের দায়িত্ব দেয়া হয়৷
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে গোলাগুলি সহ চরম নিপীড়ন চালায়। এসময় তার ভূমিকার জন্য প্রশ্নবিদ্ধ হন নূরুল আলম।
গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ড. মো. নূরুল আলমেরও পদত্যাগের দাবি ওঠে। এর প্রেক্ষিতে আজ ব্যক্তিগত ও পারিবারিক' কারণ দর্শিয়ে পদত্যাগ করলেন তিনি।
এদিকে পদত্যাগের বিষয়ে রেজিস্ট্রার আবু হাসান গণমাধ্যমে বলেন, "পারিবারিক কারণে আমি-ও পদত্যাগ করেছি। পদত্যাগের বিষয়টি আমি উপাচার্যকে মৌখিকভাবে জানিয়োছিলাম। উপাচার্যের বিশেষ অনুরোধে আজকে ভার্চুয়ালি সিন্ডিকেট সভা পরিচালনা করতে হয়েছে। এরপরই আমি পদত্যাগপত্র জমা দিয়েছি।"
তবে অধ্যাপক ড. নূরুল আলমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেন নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর