
ডিসি বাংলো, জেলা প্রশাসকের কার্যালয়, পাঁচ থানা, ট্রাফিক ডিউটি সহ বিভিন্ন সরকারি স্থাপনা রক্ষায় জয়পুরহাটে দায়িত্ব পালন করছেন আনসার বাহিনীর ৩শ সদস্য।
জেলা আনসার এ্যাডজুট্যান্ট মীর্জা সিফাতী খোদা জানান, স্থানীয় প্রশাসনের নির্দেশনার প্রেক্ষিতে ডিসি বাংলো, জেলা প্রশাসকের কার্যালয়, পাঁচ থানা, ট্র্যাফিক ডিউটি, জেলা জজের বাস ভবন, আদালত, জেল খানা, জেলা ট্রেজারীসহ বিভিন্ন সরকারি স্থাপনা রক্ষায় জয়পুরহাটে দায়িত্ব পালন করছেন আনসার বাহিনীর ৩শ সদস্য।
অপরদিকে, পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় জনমনে স্বস্তি লক্ষ্য করা যায়। শহরে দোকান পাট খোলার পাশাপাশি দূর পাল্লার পরিবহনসহ স্থানীয় পর্যায়ে যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর