
দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস; শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনার জন্য গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা ১০ মিনিটে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এরপর আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ড. মুহাম্মদ ইউনূস। এসময় তার পাশে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কগন।
সংবাদ সম্মেলনে প্রথমেই স্নরন করেন পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কথা। এসময় ড. মুহাম্মন ইউনূসকে কাঁদতে দেখা যায়। এসময় উপস্থিত সবার মধ্যে একটি আবেগঘণ পরিবেশ তৈরি হয়।
দেশ পরিচালনায় তরুনদের উপরই ভরসা করতে চান এই নোবেল বিজয়ি।
এসময় তিনি বলেন, দ্বীতিয়বার স্বাধীনতা অর্জন করেছেন বাংলাদেশ, এই স্বাধীনতা রক্ষা করতে হবে।
সর্বশেষ খবর