ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল কবির শয়নকে আজীবনের জন্য সোসাইটির সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) রাতে সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার ও সাধারণ সম্পাদক আদনান মুস্তারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে সাধারণ ছাত্রদের নির্বিচারে হত্যায় প্রত্যক্ষ মদদ, অনুসারীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন এবং ডিবেটিং সোসাইটির নিরপেক্ষ কার্যক্রমে হস্তক্ষেপে আমরা মর্মাহত। তার এই ঘৃণীত কর্মকাণ্ডের জন্য ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সকল কর্মকাণ্ড থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
এতে আরও বলা হয়, পাশাপাশি রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।
ওই বিজ্ঞপ্তিতে, একই সঙ্গে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি সৈয়দ আরিফ হোসেন আশিককে নানা অভিযোগ তুলে আজীবনের জন্য ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সকল কার্যক্রম থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর