শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই দেশ তোমাদের হাতে, তোমরা এই দেশকে তোমাদের মত করে গড়ে তুলবে। তোমরা যখন দেশকে স্বাধীন করেছ তখন তোমাদের মনের মত করে গড়তেও পারবে। তোমাদের দেশে সারা দুনিয়া শিখবে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্রান্স থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস। বেলা ২টা ১০ মিনিটের দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপরই তিনি বিমানবন্দরে এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন-পীড়নের যন্ত্র। এরকম সরকার হতে পারেনা। এমন সরকার হবে যেটা দেখে মানুষের বুক ফুলে উঠবে। সেই আস্থাটা ফিরিয়ে আনতে হবে।
এসময় তিনি আরো বলেন, গত কয়েকদিনে দেশের মধ্যে সহিংসতা হয়েছে সেগুলো ষরযন্ত্র। এটাকে রোধ করতে হবে। তাদের লাঠিপেটা করলে হবে না। সহিংসতাকারীদের আইনের হাতে তুলে দিতে হবে। কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজ করা যাবে না। ড. ইউনূস বলেন, আমার ওপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে এটা নিশ্চিত করতে হবে কারো ওপর কোনো প্রকার হামলা করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। যদি বিশৃঙ্খলা করা হয় তাহলে আমি এই দায়িত্বে থাকবো না।
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর