
নেত্রকোনার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের সাতপাই ইনডোর স্টেডিয়ামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এ সভার আয়োজন করে।
অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল নূর- ই আহমেদ আল সাফী পিএসসি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা কমিটির পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, নেত্রকোনার প্রতিটি এলাকায় সহিংসতাসহ সকল অপরাধ দমনে সেনা বাহিনী টহল অব্যাহত রেখেছে। ফলে নেত্রকোনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। হিন্দু সম্প্রদায় সহ সকল জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সেনা বাহিনী সার্বক্ষণিকভাবে নজর রাখছে। জেলার সব এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।
সভায় সাংবাদিকরা বিগত সরকারে আমলে যারা চাঁদাবাজি, চোরাচালানি সহ অন্যান্য দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং টাকার মালিক হয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সেনা বাহিনীর প্রতি আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে মেজর জিসানুল হায়দার, মেজর নাজমুজ সাকিব ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর