বরগুনা আমতলীতে ঢাকাসহ সারাদেশের ন্যায় ছাত্রদের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও তাদের ভলান্টিয়াররা। ট্রাফিক পুলিশের অনুপস্থিতির কারণে ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সেজন্য রাজধানী ঢাকার ট্রাফিক পয়েন্টসহ সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়োজিত আছেন তারা।
আমতলীতে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিস ট্রাফিক নিয়ন্ত্রণের এ কার্যক্রম পরিচালনা করছে বলে ফায়ার সার্ভিস৷ ডিফেন্স আমতলী বরগুনা এই তথ্য নিশ্চিত করেন।
এছাড়া আমতলীতে চলমান ট্রাফিক সংকট নিরসনে বাংলাদেশ ইসলামী ছাএ আন্দোলন, সাধারণ শিক্ষার্থী, আমরা আমতলীবাসী সংগঠনের স্বেচ্ছা সেবকদের ভলান্টিয়াররা ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন-এর নির্দেশনা অনুসরণে ফায়ার সার্ভিসের ট্রাফিক নিয়ন্ত্রণের এই কার্যক্রম তত্ত্বাবধান করছেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
উল্লেখ্য, সারাদেশের মোট ২২৭টি ট্রাফিক পয়েন্টে ৬২০ জন ফায়ারফাইটার এবং ৫৭টি ট্রাফিক পয়েন্টে ২১৫ জন ভলান্টিয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত আছেন
এছাড়া চলমান ট্রাফিক সংকট নিরসনে বাংলাদেশ ইসলামী ছাএ আন্দোলন,সাধারণ শিক্ষার্থী,আমতলীবাসী সংগঠনের স্বেচ্ছা সেবক ভলান্টিয়াররা ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে।
আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ের হাউজ ইন্সপেক্টর মোঃ হানিফ মিয়া জানান,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সড়কে চলমান ট্রাফিক শূন্যতা সংকট কাটিয়ে উঠতে আমাদের আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচ সদস্যের একটা টিম ছাএদের সাথে শহরের মূল সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর