
সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র গুলি, মোটরসাইকেল ও ফ্রিজ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ডিজিএ ফআই ও ডিএসবির তথ্যের ভিত্তিতে উদ্ধার হয়। তথ্য অনুসন্ধানে জানা যায় চন্ডিপুর গ্রামের একজন কৃষক শ্যামনগর থানার পিছনে একটি পুকুরের পাড়ে কিছু অস্ত্র দেখতে পায়। অস্ত্র ও গুলি দেখার সাথে সাথে তিনি প্রশাসনকে অবহিত করেন।
খবর শুনে ডিজিএ ফআই এর আলমামুন ও ডিএসবি রাসেল মাহমুদ ঘটনাস্থলে গিয়ে ৫১ টি গুলি, ০৫ টি ম্যাগাজিন, ০৪টি রাইফেল, ০২ শর্ট গান উদ্ধার করেন।
উদ্ধার অভিযানের সময় সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও শ্যামনগর প্রেস ক্লাবের সামনে ০২টি পোড়া মোটরসাইকেল ও থানার একটি ফ্রিজ রেখে যায়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি শ্যামনগর থানায় অবস্থানরত বাংলাদেশ আনসার বাহিনীর হাবিলদার আব্দুল রাজ্জাক এর নিকট জমা দেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর