ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাসহ ১৭ জন সদস্যের মধ্যে দুইজন ছাত্র প্রতিনিধি থাকছেন। তারা হলেন- মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নাহিদ ও আসিফ দুইজনই কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। এছাড়া দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গভবনে কর্তৃপক্ষ। এর আগে দুপুর ২টার পর দেশে পৌঁছান ড.মুহাম্মদ ইউনূস।
শাকিল/সাএ
সর্বশেষ খবর