
রাজবাড়ীর পাংশায় দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামি পাংশার নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাজবাড়ি জেলা জামায়াতে ইসলামির সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর রসিদ, পাংশা পৌর শাখার নায়েবে আমীর মঞ্জুর রহমান, পৌর শাখার আমীর কাজী ফরহাৎ জামিল (রুপু), পৌর সেক্রেটারি মাওলানা খন্দকার আব্দুল হালিম, উপজেলা শাখার সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা নায়েবে আমির আবুল কালাম আজাদ,কার্যনির্বাহী সদস্য মোঃ ফয়েজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় জামায়াতে ইসলামির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন এ দেশ আমাদের সকলের। তাই আপনারা কোন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও সহিংস কার্যকলাপে লিপ্ত হবেন না। এছাড়াও পাংশায় সংখ্যালঘু সম্প্রদায় যেন কোন আক্রমণের শিকার না হয় সেদিকেও বিশেষ নজর রাখার আহ্বান রাখেন।
এসময় জামায়াতে ইসলামির নেতৃবৃন্দ বলেন, আমরা পাংশার পরিবেশ সুষ্ঠুভাবে বজায় রাখতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতির খবর পেলে আমরা আমাদের কর্মীদের সেখানে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। কেউ যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনোপ্রকার সহিংস কার্যকলাপ করতে না পারে সেদিকেও বিশেষ নজর রাখছি।
এমনকি কোন এলাকায় সংখ্যালঘুদের উপর নির্যাতন করে বাংলাদেশ জামায়াতে ইসলামির কর্মীদের ঘাড়ে যাতে চাপাতে না পারে তার জন্য আমরা সচেষ্ট আছি। সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় রক্ষায় প্রয়োজনে আমরা আমাদের কর্মীদের দিয়ে পাহাড়ের ব্যবস্থা করবো। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামি বদ্ধ পরিকর।
আলোচনা শেষে ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বৈঠক সমাপ্ত করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর