
রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় সরিষা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরিষা ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সামুল হক মাস্টারের সভাপতিত্বে ও বাহার আলী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ (কালাম মন্ডল), অলক বিশ্বাস, সাবু, আকুল হোসেন, শ্যামল শিকদার, দিপক কুমার, কিরণ শিকদার, নিতাই প্রমুখ।
বক্তব্য কালে কিরণ শিকদার, নিতাই, শ্যামল শিকদাররা বলেন আমাদের এখানে কোন সংখ্যা লঘু নির্যাতন হয়নি, আমাদের নিকট কেউ চাঁদা দাবি করেনি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান বাহার বিশ্বাস যে কথা বলেছেন তা মিথ্যা আমরা এখানে শান্তিতে বসবাস করছি আমাদের মধ্যে কেউ ভেদা ভেদ করতে আসবেন না।
জিল্লুল রহমান,সোনা, মুন্নু ফরিদ তারা বলেন আমাদের বিরুদ্ধে বাহার বিশ্বাস মিথ্যাচার করা হচ্ছে আমরা বিএনপি করি আমরা সকলেই পাংশাতে মিছিলে ছিলাম সরিষা বাজারে বাহার বিশ্বাসের এক সময়ের লোকজন যারা বঞ্চিত তারাই তার অফিস ভাঙচুর করেছে। আমরা কারোর সাথে কোন বিরোধে যাচ্ছি না আমরা দীর্ঘদিন পর মন খুলে কথা বলতে পারছি এটাই আমাদের অনেক পাওয়া।
চেয়ারম্যান বাহার বিশ্বাস মিথ্যাচার করছে আমরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে টাকা নিচ্ছি যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তি হীন চেয়ারম্যান বাহার বিশ্বাসের ওই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। এসময় শতাধিক বিএনপির কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা আরো বলেন-পাংশার সরিষা ইউনিয়নে কোন সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়নি তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের এই সরিষার মাটিতে আমরা সকলে মিলেমিশে থাকতে চাই আসুন সকলে মিলে একটি শান্তি পুণ্য ইউনিয়নে আমরা রূপান্তরিত করি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর