যদি হয় সংস্কার পুলিশ হবে জনতার এই দাবি সহ ১১ দফা দাবিতে কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জের পুলিশের কর্মকর্তা ও অধস্তন সদস্যরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ২ টায় সুনামগঞ্জ পুলিশ লাইনসে অস্ত্র জমা দিয়ে কর্মবিরতি পালনকারী পুলিশ সদস্যরা এই কর্মসূচি পালন করেন।
এই কর্মসূচিতে জেলা শহরসহ বিভিন্ন থানায় কর্মরত পুলিশের কর্মকর্তা ও অধস্তন সদস্যরা উপস্থিত ছিলেন। এর পূর্বে সারাদেশে চলমান আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাবার পর থেকে সারা দেশের ন্যায় সুনামগঞ্জে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করছে।
এদিকে মাঠ পুলিশকে দ্রুততম সময়ে শতভাগ পেশাদারিত্ব রাজনৈতিক, হস্তক্ষেপমূলক, বৈষম্যমুক্ত ও জবাবদিহিমূলক বাহিনী হিসেবে গড়ে তোলার দাবি রয়েছে শিক্ষার্থী জনতার।
দাবি গুলো হল, মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন, নিয়োগ, প্রশিক্ষণ ও পদোন্নতি বৈষম্য দূর করা, আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী ৮ ঘণ্টা ডিউটি, অধীনদের জনস্বার্থবিরোধী আদেশ পালনের বাধ্যবাধকতা দূর করাসহ ১১ দফা দাবি তুলে ধরেন তারা।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম এন মোরশেদসহ বিভিন্ন থানার কর্মকর্তা ও অধীন সদস্যগণ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর