
কোটা আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে নানা ঘটনার পর সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক হচ্ছে। তবে কিছু কিছু জায়গায় ময়লা-আবর্জনা জমে থাকায় তা দূর করতে ক্যাম্পাস খোলার পর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী মেইন গেট ও এর আশপাশে সকল ধরনের ব্যানার, পোস্টার তুলে ফেলে এবং সাবান পানি দিয়ে পরিষ্কার করা হয়। শহিদ মামুন চত্বর, বিজ্ঞান ভবন, ছাত্র সংসদ এরিয়া, ক্যান্টিন চত্বরসহ গুরুত্বপূর্ণ স্থান পরিচ্ছন্ন করেছেন।
এদিন তারা কলেজের মেইনগেট থেকে পরিচ্ছন্ন অভিযান শুরু করেন। নির্দিষ্ট স্থান পরিষ্কার শেষে ময়লা ভর্তি পলিব্যাগগুলো ময়লার ডাম্পিং স্টেশনে ফেলে দিয়ে তাদের কাজের পরিসমাপ্তি করেন।
একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে আসা ইংরেজি বিভাগের দুই বন্ধু মোহাম্মদ নাঈম এবং হাসান বলেন, আমাদের ক্যাম্পাস পরিষ্কার করার দায়িত্ব আমাদের। গত এক মাস ধরে নানান ঘটনায় ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক ছিল না। যার ফলে ক্যাম্পাসটা অনেকটা নোংরা পরিবেশ হয়েছিল। তাই যখন জানতে পারলাম শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযান করবেন তখন আমরাও অংশ নেওয়ার চিন্তা করি। এই কাজে অংশ হতে পেরে ভালোই লাগছে।
সোহেল নামে এক শিক্ষার্থী বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের বিষয়টা সকলের জন্য মেসেজ। আমরা সকলে যার যার জায়গা থেকে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেললে আসলে পরিবেশ ভাল থাকে এবং তা দেখে আমাদের ভাল লাগা অনুভব হয়। প্রতিদিনই তো আসলে আমাদের আসা সম্ভব নয় আসলে। এজন্য সকলেই সচেতন থাকলে সবার জন্যই ভালো।
প্রসঙ্গত, কোটা আন্দোলনকে কেন্দ্র করে হওয়া সহিংসতা ও সরকার পদত্যাগে সাময়িক সময়ের জন্য কলেজের বিভিন্ন ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়ে, বিশেষ করে ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনায়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর