চট্টগ্রামের লোহাগাড়ায় আন্দোলন পরবর্তী মতবিনিময় সভা করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার বটতলী স্টেশনে লোহাগাড়া-সাতকানিয়ার সমন্বয়কেরা উক্ত মতবিনিময় সভার আয়োজন করেন।
এসময় তারা শিক্ষার্থীদের উদ্দেশে বেশ কয়েকটি লিখিত আকারে কার্যাবলী ঘোষণা করেন। যেটি পাঠ করেন আন্দোলনে নেতৃত্বদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব।
সেগুলো হলো, আজ থেকে লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোন কর্মসূচি চলবে না। যে সমস্ত সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা যারা স্বেচ্ছায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাজ করতে ইচ্ছুক তারা আমাদের কো-অর্ডিনেটরদের সাথে যোগাযোগ করবেন। এই স্বেচ্ছাসেবক টিমের কার্যাবলী স্পষ্ট এবং সুনির্দিষ্ট। ট্র্যাফিক মনিটরিং, সংখ্যালঘু সম্প্রাদায়ের উপাসনালয় ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। ডাকাতি, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলা। আইনশৃঙ্খলা রক্ষার্থে মাঠ পর্যায়ের উপস্থিত প্রশাসনকে সর্বোচ্চ সহায়তা করা। সমন্বয়ক পরিচয়ে কেউ ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে প্রশাসনের সহায়তায় ঐক্যবদ্ধ ছাত্রসমাজ সে ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। দেশ ল এন্ড অর্ডার জারি না হওয়া পর্যন্ত বাজার কমিটি, মসজিদ কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য কমিটি গঠন না করার জন্য লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ রইল। যদি এই ধরনের কাজ করতে গিয়ে কোন সামাজিক অস্থিরতা তৈরি হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ছাত্রসমাজ ও সামাজিক সংগঠনগুলো ও শিক্ষার্থীরা যারা স্বেচ্ছাসেবী কাজ করতে আগ্রহী তারা সামগ্রিক শৃঙ্খলা রক্ষার্থে আমাদের প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কো-অর্ডিনেটরদের সাথে যোগাযোগ করবে। কো-অর্ডিনেটররা প্রয়োজনমতো আপনাদের দায়িত্ব বণ্টন করবেন। দেশে ল এন্ড অর্ডার জারি হওয়ার পর স্বেচ্ছাসেবক টিমের কার্যক্রম অফিসিয়ালি বন্ধ হবে। তবে শিক্ষার্থীরা প্রয়োজনবোধ করলে স্বেচ্ছায় পরবর্তীতে প্রশাসনকে সহযোগিতা করতে পারবে।
এসময় ৮ সদস্যের কো-অর্ডিনেটর ঘোষণা করা হয়। তারা হলেন, জুবায়ের হোসেন, এন কে সিয়াম, ফরহাদ সাকিব, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ রাইহান, শাহেদ, মির্জা এবং রাকিব মাহমুদ।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোহাগাড়ার সমন্বয়ক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর