
নড়াইলে সড়ক দুর্ঘটনায় আয়েশা সুলতানা (২২) নামে এক নারী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এঘটনায় তার ভাইয়ের ছেলে হুমায়ুর রহমান আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে নড়াইল-যশোর মহাসড়কের নড়াইল পৌর এলাকার বৌ-বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা সুলতানা যশোরের খাজুরা এলাকার মালয়েশিয়া প্রবাসী ফরহাদুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে যশোরের খাজুরা থেকে মোটরসাইকেল যোগে নড়াইলের চাঁচড়া এলাকায় এক আত্মীয়ের বাসার উদ্দেশে রওনা দেন আয়েশা সুলতানা। এ সময় তার সঙ্গে ছিলেন তার ভাইয়ের ছেলে হুমায়ুর রহমান। আত্মীয় বাড়িতে যাওয়ার আগে নড়াইল শহর থেকে মিষ্টি কিনে ফেরার পথে বৌ-বাজার এলাকায় একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েশা। তবে তার পিছনে বসা হুমায়ুর সড়কের পাশে পড়ে আহত হন।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, সড়ক দুর্ঘটনায় হিতন এক নারীর মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর