
নেত্রকোণা জেলার জামাত ইসলামের নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার (১০ আগস্ট) দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাবে নেত্রকোণা জেলা জামাতের আমির অধ্যাপক সাদিক আহমেদ হাদিসের সভাপতিত্বে সাংবাদিকও সুধী সমাজের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা জেলা মিডিয়া প্রচার সম্পাদক জনাব, জহিরুল ইসলামের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রামের সিনিয়র সাংবাদিক জনাব,দিলওয়ার খান,জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি, ডা: আবুল হোসেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম,মুখলেসুর রহমান খান, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জনাব, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোণা জেলার জামাতের সেক্রেটারি অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, অধ্যাপক মাসুম মোস্তফা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী সেক্রেটারি জনাব দিলওয়ার হোসেন সাইফুল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নেত্রকোণা জামাতের আমির, জনাব অধ্যাপক সাদেক আহমেদ হাদিস বলেন, তরুণ ছাত্র সমাজের আন্দোলনের ফসল ২০২৪ এর নতুন বাংলাদেশ স্বাধীনতা। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের রাষ্ট্রকে নতুন করে সংস্কারের দায়িত্ব দেশের জনগণের। স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে এ দেশের মানুষের স্বাধীন কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে। সকল মিডিয়ার ভাইদের প্রতি আমাদের আহ্বান, আপনারা এই দেশের মানুষকে আমাদেরকে সহযোগিতা করুন।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামাত ইসলামি এ দেশের সংখ্যালঘুদের পাশে আছে এবং থাকবে, জামাতের কর্মীগণ নেত্রকোণা জেলার সকল সংখ্যালঘুদের সহযোগিতায় এগিয়ে আসছে, মন্দির, ইচ্ছা সহ সকল সংখ্যালঘুদের উপাসনালয় সহ জান মালের নিরাপত্তায় নিবেদিত প্রহরাই রয়েছে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ করার জন্য কাজ করব ইনশাল্লাহ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর